নাটোর ও ফরিদপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

Looks like you've blocked notifications!
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের পুকুরে দুই শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি : ফোকাস বাংলা

নাটোরের লালপুর ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের আদম সরদারের শিশু ছেলে নাইম আজ সকালে রাজশাহী থেকে বেড়াতে আসা তার খালাতো বোন আফিয়াকে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সবার অগোচরে দুজনই পানিতে তলিয়ে যায়। স্থানীয় এক নারী পুকুরে আফিয়ার লাশ ভেসে থাকতে দেখে তাকে তুলে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক আফিয়াকে মৃত ঘোষণা করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে সেখান থেকে নাইমকে উদ্ধার করে স্বজনরা চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।

এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামে পানিতে ডুবে আমেনা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আমেনা ওই গ্রামের বাসিন্দা ভাঙ্গা হাসপাতালের কর্মচারী রেজাউল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে পরিবারের সদস্যদের অগোচরে আমেনা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। শিশু আমেনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।