বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গেলেন মা, বাঁচলেন না কেউ

Looks like you've blocked notifications!
গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই সঙ্গে প্রাণ হারিয়েছেন মা ও ছেলে। ছবি : এনটিভি

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই সঙ্গে প্রাণ হারিয়েছেন মা ও ছেলে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কেওয়া বকুলতলা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ভোরে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দেওয়া হচ্ছিল। এই চার্জ দেওয়া হয়ে গেলে বিদ্যুতের সংযোগটি খোলার সময় প্রথমে ছেলে সেলিম মিয়া (২০) বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ছেলের চিৎকারে মা সেলিনা আক্তার (৫৫) ছুটে গিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনেই ঘটনাস্থলে প্রাণ হারান।

সেলিনার স্বামী আনোয়ার হোসেন ইজিবাইক চালান। মা সেলিনা ও ছেলে সেলিম স্থানীয় নাকিব স্পিনিং মিলের শ্রমিক। তাঁদের স্থায়ী ঠিকানা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কাউলা গ্রামে। শ্রীপুরে তাঁরা স্থানীয় জালাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন বলে স্বজন ও পুলিশের সূত্রে জানা যায়।

এ মৃত্যুর ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।