নাটোরে আরমান হত্যায় দুজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
নাটোরে আরমান আলীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামিকে কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি : এনটিভি

নাটোরে আরমান আলীকে হত্যার দায়ে আবদুল আলিম ও সুমন আলী নামের দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় জানান। এ মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

নাটোর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুস সালাম বাবুলের ছেলে আরমান আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা। এরপর থেকেই আরমান নিখোঁজ ছিলেন। একদিন পর তাঁর লাশ একই উপজেলার রামনগর এলাকার একটি বাঁশ ঝাড় থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বিচারক এ রায় জানান।