মানবতাবিরোধী অপরাধ, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির আপিল

Looks like you've blocked notifications!
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৩ আগস্ট পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি : ফোকাস বাংলা

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পটুয়াখালীর তিন আসামি খালাস চেয়ে আপিল দায়ের করেছেন। তিন আসামি হলেন আবদুল গনি হাওলাদার, আবদুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল ও সোলায়মান মৃধা।

আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান এ আপিল দাখিল করেন।

গত ১৩ আগস্ট একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আমীর হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার।

দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা পাঁচ আসামি হলেন পটুয়াখালীর ইসহাক শিকদার, আবদুল গনি হাওলাদার, আবদুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আবদুস সাত্তার পেদা ও সোলায়মান মৃধা। রায়ে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে সাজা কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধের সময় লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক রেখে নির্যাতন, ১৭ জনকে হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের এ রায় দেওয়া হয়। এ ছাড়া পটুয়াখালীর ইটাবাড়িয়া গ্রামের অন্তত ১৫ নারীকে ধর্ষণের ঘটনাতেও একই সাজা দেন ট্রাইব্যুনাল।