ফরিদপুরে বিএনপির অনশনে পুলিশের বাধা

Looks like you've blocked notifications!
ফরিদপুর শহরের উকিল বারের সামনে স্বাধীনতা চত্বরে আজ বুধবার শহর বিএনপির অনশন কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। ছবি : এনটিভি

ফরিদপুর শহর বিএনপির অনশন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। তবে জেলা বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালন করেছেন।

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের জেলা উকিল বারের সামনে স্বাধীনতা চত্বরে অনশন কর্মসূচি পালন করতে যায় নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এতে পণ্ড হয়ে যায় অনশন কর্মসূচি।

এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।    

অপর দিকে একই দাবিতে একই সময় শহরের অম্বিকা মেমোরিয়াল হল প্রাঙ্গণে অনশন কর্মসূচি পালন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সহসভাপতি শহীদ পারভেজের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বিএনপি নেতা আফজাল হোসেন খান পলাশ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অবিলম্বে খালেদা জিয়ার উন্নত চিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি দিতে হবে। খালেদা জিয়ার কিছু হলে এর দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হল প্রাঙ্গণে আজ বুধবার অনশন কর্মসূচি পালন করে জেলা বিএনপি। ছবি : এনটিভি