ঝালকাঠিতে ‘পুলিশি বাধায় অনশন পণ্ড’, কার্যালয়ে তালা

Looks like you've blocked notifications!
আজ বুধবার ঝালকাঠি জেলা বিএনপির অনশন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা। ছবি : এনটিভি

কারাগারে আদালত স্থাপন করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের প্রতিবাদ এবং তাঁর মুক্তির দাবিতে ঝালকাঠি জেলা বিএনপির অনশন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা। 

আজ বুধবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সড়কের দলীয় কার্যালয়ে অনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করে এবং কার্যালয়ে ঢুকতে বাধা দেয়। সে সময় পুলিশ দলীয় কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেয় বলে নেতারা অভিযোগ করেন। তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

পরে জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর দলীয় কার্যালয়ের সামনেই অনশন শুরু করেন। কিন্তু পুলিশ সেখান থেকেও তাঁদের সরিয়ে দেয়।

এ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডাও হয় নেতাদের। কিন্তু অব্যাহতভাবে বাধা দিয়ে শেষ পর্যন্ত অনশন কর্মসূচি ভেস্তে দেয় পুলিশ।