Beta

পাবনায় ভ্যানচালকের সততা

১১ সেপ্টেম্বর ২০১৮, ২১:০০

পাবনার ভ্যানচালক ময়ছের শেখ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসাসহ পাসপোর্ট, আড়াই লাখ টাকা মূল্যের মার্কিন ডলার ও  ৪০ হাজার টাকাসহ একটি ব্যাগ পেয়ে তা নিজ দায়িত্বে ফেরত দিলেন ময়ছের শেখ (৩৮) নামের এক ভ্যানচালক।

তাঁর এমন সততার কারণে পাবনার বেড়া উপজেলার বাবলু সিকদার নামের এক প্রবাসী হারিয়ে যাওয়া পাসপোর্ট, ডলার ও টাকা ফিরে পেয়েছেন। ওই ভ্যানচালকের বাড়ি উপজেলার নয়াবাড়ি গ্রামে।

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর সংলগ্ন নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যুক্তরাষ্ট্রপ্রবাসী বাবলু সিকদার গত শনিবার দুপুরে নয়াবাড়ি রোডে শাহীনুর জামে মসজিদের সামনে ময়ছেরের ভ্যানে ওঠেন। ভ্যান থেকে নেমে যাওয়ার সময় ভুলে তাঁর ব্যাগ ফেলে যান। ব্যাগে তাঁর যুক্তরাষ্ট্রের ভিসাসহ পাসপোর্ট ও অন্যান্য জরুরি কাগজপত্র ছিল। এতে পাসপোর্ট ছাড়াও প্রায় আড়াই লাখ টাকা মূল্যমানের মার্কিন ডলার ও বাংলাদেশি ৪০ হাজার টাকা ছিল।

ময়ছের শেখ ব্যাগটি পেয়ে স্থানীয়দের দেখিয়ে এর মালিক বাবলু সিকদারের ঠিকানা খুঁজে বের করেন। এরপর তাঁর হাতে ব্যাগটি তুলে দেন। তখন বাবলু সিকদার বলেন, ‘ব্যাগে আমার আমেরিকা যাওয়ার ভিসাসহ পাসপোর্ট ছিল। হারিয়ে গেলে বিপদে পড়তাম।’

ময়ছের বলেন, ‘২০ বছর ধরে ভ্যান চালাই। জীবনে এ রকম আরো দুই একবার টাকা-পয়সা পেয়েছি। কিন্তু পরের জিনিসের প্রতি লোভ করিনি। তাই মালিককে খুঁজে ফেরত দিয়েছি। আমার ছেলে-মেয়েকেও পরের জিনিস না নেওয়ার শিক্ষা দিয়েছি।’

এ প্রসঙ্গে কাশিনাথপুর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ডা. আমিরুল ইসলাম সানু বলেন, ‘ঘুষ, দুর্নীতি ও লোভ লালসায় পরিপূর্ণ আমাদের বর্তমান সমাজ এই দরিদ্র ভ্যানচালকের কাছে থেকে অনেক বড় শিক্ষা পেতে পারে। যে তার লোভের জিহ্বা বড় না করে সততার হাতকে বড় করতে পেরেছে।’

Advertisement