শহিদুল আলমের জামিন আবেদন নাকচ

Looks like you've blocked notifications!
বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম। এনটিভির পুরোনো ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে বলেন, আজ আদালতে শহিদুলের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জামিন চেয়ে শুনানি করেন।

গত ১৪ আগস্ট শহিদুল আলমের পক্ষে জামিন আবেদন করলে আদালত আজ শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে বিচারিক আদালতের প্রতি হাইকোর্টেরও নির্দেশনা ছিল তাঁর জামিন আবেদন আজকের মধ্যে নিষ্পত্তি করতে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে উসকানি দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এর আগের দিন রাতে ধানমণ্ডির বাসা থেকে তাঁকে তুলে নেয় ডিবি পুলিশ। সাত দিনের রিমান্ড শেষে ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত।

এরই মধ্যে শহিদুল আলমের সমর্থনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, ভাষাবিদ নোয়াম চমস্কি, লেখক অরুন্ধতী রায়সহ খ্যাতিমান একাধিক লেখক-বুদ্ধিজীবী বিবৃতি দেন। পেন ইন্টারন্যাশনালসহ একাধিক আন্তর্জাতিক সংগঠনও তাঁর পক্ষে বিবৃতি দিয়েছে। সর্বশেষ আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিক।