Beta

প্রত্যেকের আমলনামা শেখ হাসিনার কাছে আছে : কাদের

০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৬

আজ শনিবার নাটোর স্টেশনে আয়োজিত পথসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

শুধু স্লোগান দিয়ে মনোনয়ন পাওয়া যাবে না বলে দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘প্রত্যেকেরই আমলনামা শেখ হাসিনার কাছে আছে। ছয় মাস পরপর রিপোর্ট জমা হচ্ছে। একটা নয়, পাঁচটা রিপোর্ট।’

আজ শনিবার ‘নির্বাচনী ট্রেনযাত্রায়’ উত্তরাঞ্চলে যাওয়ার পথে নাটোর স্টেশনে এসে পৌঁছান ওবায়দুল কাদের ও দলীয় নেতাকর্মীরা। পরে সেখানে আয়োজিত পথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘স্লোগান দিয়ে নমিনেশন আদায় করা যাবে না। স্লোগান দিয়ে নমিনেশন পাওয়া যাবে না। যার পক্ষে নাটোরের জনগণ আছে, জনগণ যাকে পছন্দ করে, ভালোবাসে, তাঁকে বঞ্চিত করা হবে না।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব বড় বড় কথা বলেন। ফখরুল সাহেব বলেছেন, আওয়ামী লীগের নাকি ভোট কমে গেছে। শেখ হাসিনা ইতিবাচক রাজনীতি করেন, সে কারণে আওয়ামী লীগের ভোট কমেনি। বরং বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে তাদের ভোট কমেছে। ফখরুল সাহেবদের মাথা খারাপ হয়ে গেছে। ভেবেছিল, খালেদা জিয়া জেলে থাকলে সারা দেশে বঙ্গোপসাগরের ঢেউ বয়ে যাবে। ছোটো ছোটো নদীর ঢেউও বিএনপি সৃষ্টি করতে পারেনি। ’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘রোজার ঈদের পর কোরবানির ঈদ। কোরবানির ঈদের পর পরীক্ষা। পরীক্ষার পর আরেক পরীক্ষা। পরীক্ষার পর আবার রোজার ঈদ। দেখতে দেখতে ১০ বছরে ২০টা ঈদ চলে গেলো। আন্দোলন কি হলো?’

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আবদুল  কুদ্দুসের সভাপতিত্বে এ পথসভায় সংসদ সদস্য ছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement