Beta

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আজ শুক্রবার সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

আজ শুক্রবার ভোরে উপজেলার বগডহর গ্রামে এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

শিশুটির নাম ইলমা। তার বয়স আট মাস। সে বগডহর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার জানান, শিশুটির বিস্ফোরণের খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

নিহত শিশুর বাবা রবিউল ইসলাম জানান, তাঁর স্ত্রী রুমা ভোরে ঘুম থেকে উঠে এলপি গ্যাসের চুলায় রান্না করছিলেন। পরিবারের অন্যরা তখন ঘুমিয়েছিলেন। রুমা রান্না বসিয়ে অন্য কাজে বাইরে যান। এ সময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং ঘরে আগুন লেগে যায়।

আশপাশের লোকজন ছুটে এসে ঘরে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইলমা।

ওই ঘটনায় গুরুতর আহত রাব্বীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া রবিউল ও তাঁর আরেক শিশুসন্তানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement