Beta

বৈরী আবহাওয়ায় শিমুলিয়ায় লঞ্চ, স্পিডবোট বন্ধ

০৬ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৫

মঈনুদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
পদ্মায় উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ছবি : এনটিভি

পদ্মায় উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের উপপরিচালক আলী আজগর বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে এই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নদীর চিত্র পাল্টে যায়। তীব্র গতির স্রোত ও প্রচণ্ড ঢেউয়ে সব ধরনের ঝুঁকি এড়াতে সকাল সাড়ে ৯টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।’

আবহাওয়া অনুকূলে এলে পুনরায় লঞ্চ ও স্পিডবোট চালু করা হবে বলে জানান আলী আজগর।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী বলেন, আবহাওয়া প্রতিকূলে থাকায় ফেরি চলাচলেও বিঘ্ন ঘটছে।

Advertisement