Beta

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১২

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে গতকাল মঙ্গলবার রাতে পুড়ে গেছে ১৪টি ঘর। ছবি : এনটিভি

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৪টি ঘর।

গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, অগ্নিকাণ্ডে ১৪টি ঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। প্রতিটি ঘরে দুটি করে পরিবার বাস করত। অগ্নিকাণ্ডে ঘরগুলোতে বসবাসরত ২৮টি পরিবারের পরিধেয় বস্ত্র ও ত্রাণের সমস্ত খাদ্যদ্রব্য পুড়ে গেছে বলে জানান তিনি।

বাঁশ, চট ও পলিথিনে তৈরি ঘরগুলো একটার সঙ্গে আরেকটা লাগোয়া অবস্থায় নির্মিত বলে আগুন মুহূর্তেই ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরগুলো পুড়ে গেলেও তাতে কেউ হতাহত হয়নি বলে জানান ওসি রণজিত কুমার বড়ুয়া। তিনি আরো বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

Advertisement