Beta

সাংবাদিক মামুনের জানাজা সম্পন্ন, মরদেহ নেওয়া হচ্ছে নড়াইলে

০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৫

নিজস্ব প্রতিবেদক
জানাজা শেষে কান্নায় ভেঙে পড়েন প্রয়াত মামুনুর রশীদের সহকর্মী ও বন্ধুরা। ছবি : এনটিভি

বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মামুনুর রশীদের (৩৩) ঢাকায় জানাজা শেষে মরদেহ নেওয়া হচ্ছে নড়াইলের নিজ বাড়িতে। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বন্ধুবান্ধব, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন স্তরের মানুষ।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন উপস্থিত ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী ছাত্রসংগঠনের নেতারা জানাজায় অংশ নেন।

জানাজা শেষে  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইসহ বিভিন্ন সংগঠনের পক্ষে মামুনকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এর আগে মামুনুর রশীদের কর্মস্থল একুশে টেলিভিশন অফিসের নিচে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

গতকাল সোমবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তরুণ সাংবাদিক মামুন।

Advertisement