Beta

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

০২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৯

বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল শনিবার দিবাগত গভীর রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ছবি : এনটিভি

বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার গভীর রাতে উপজেলার মহিপুর ও ধুনট মোড় এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মধ্যরাতের দিকে মহিপুর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হন।

অন্যদিকে, কাছাকাছি সময়েই উপজেলা সদরের ধুনট মোড়ে ঢাকাগামী এসআর পরিবহনের একটি বাসের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে আরো এক যাত্রী নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। দুটি দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শজিমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ মণ্ডল খবরটি নিশ্চিত করেছেন।

Advertisement