Beta

সিলেটে প্রবাসী আ. লীগ নেতা খুন

০১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৫ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৭

সিলেট নগরীর জিন্দাবাজারের তাঁতিপাড়ায় গতকাল শুক্রবার রাতে কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আহাদকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি : এনটিভি

সিলেট নগরীর জিন্দাবাজারে এক প্রবাসী আওয়ামী লীগ নেতাকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জিন্দাবাজারের তাঁতিপাড়া গলির মুখে এ ঘটনা ঘটে।

নিহত এস এম আব্দুল আহাদ আওয়ামী লীগের কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েত শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর মেদিনী মহলের নুর মিয়ার ছেলে।

আজ শনিবার সকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘মোটরইসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে আব্দুল আহাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।’

গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভায় যোগ দিতে সিলেটে এসেছিলেন আহাদ। শুক্রবার রাতে তাঁর বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। তার আগেই এ ঘটনা ঘটে।

ওসি মোশাররফ হোসেন আরো বলেন, কারা এবং কেন এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। খবর পেয়ে হাসপাতালে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ।

গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেট সফরে এসেছিলেন। তাঁর সমাবেশে অংশ নিতেই সিলেটে এসেছিলেন আব্দুল আহাদ। ছবিটি গতকাল শুক্রবার সকালে সিলেট জেলা সার্কিট হাউজ থেকে তোলা। ছবি : এনটিভি

Advertisement