Beta

৯ মাসের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যা!

৩১ আগস্ট ২০১৮, ১৬:১২

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার গ্রামে নয় মাস বয়সী মেয়ে জান্নাতুল ফেরদৌসকে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে তার বাবা ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

ঘুমে ব্যাঘাত ঘটানোয় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নয় মাস বয়সী মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে এক বাবা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গুড়ার দিলপাশার গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই বাবা ওমর ফারুককে (২৫) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ফারুকের বাড়ি দিলপাশার গ্রামে। এ ঘটনায় শিশুটির মা আমেনা খাতুন বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওমর ফারুক দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। বৃহস্পতিবার বিকেলে সে মদ পান করে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ে। এ সময় পাশে ঘুমিয়ে থাকা নয় মাস বয়সী শিশুকন্যা জান্নাতুল ফেরদৌস হঠাৎ কান্না করলে ফারুকের ঘুমের ব্যাঘাত ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে ফারুক তার পিঠের নিচে মেয়েকে চাপা দেয়। পরে মেয়েকে বাড়ির পাশে পুকুরের পানিতে কচুরিপানার নিচে ডুবিয়ে রাখে।

এদিকে শিশুটির মা আমেনা খাতুন হাতের কাজ সেরে বাচ্চার খোঁজ করেন। তাঁর স্বামী ফারুক মেয়ে কোথায় আছে জানে না বলে মাছ ধরার কথা বলে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে। আমেনার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যান। শিশুটির খোঁজ জানাতে অস্বীকৃতি জানালে প্রতিবেশীরা ফারুককে মারধর করেন। একপর্যায়ে সে মেয়েকে হত্যা করার কথা জানায়।

খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) সুভাষ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেন এবং ফারুককে আটক করে থানায় নিয়ে যান।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামাল জানান, এ ঘটনায় মামলা হয়েছে, মামলা নম্বর ১১। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ফারুককে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement