Beta

পাবনা জেলা বিএনপির সভাপতির ইন্তেকাল

৩০ আগস্ট ২০১৮, ১৫:৪০ | আপডেট: ৩০ আগস্ট ২০১৮, ২০:০১

পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) খন্দকার সুলতান মাহমুদ। পুরোনো ছবি

পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) খন্দকার সুলতান মাহমুদ (কে এস মাহমুদ) আর নেই। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সুলতান মাহমুদের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, কাল শুক্রবার বাদ জুমা পাবনা জেলা স্কুল মাঠে সুলতান মাহমুদের জানাজা শেষে আরিফপুর কবরস্থানে দাফন করা হবে।

জহুরুল ইসলাম আরো জানান, সুলতান মাহমুদের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা পৃথক পৃথক বাণীতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Advertisement