Beta

হাসপাতালে যাচ্ছিলেন চিকিৎসা নিতে, পথে বাস কেড়ে নিল প্রাণ

৩০ আগস্ট ২০১৮, ১৩:২২ | আপডেট: ৩০ আগস্ট ২০১৮, ১৫:১০

চট্টগ্রামের বাকলিয়ার পুরান থানার সামনে আজ বৃহস্পতিবার সকালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ছবি : এনটিভি

চট্টগ্রামের বাকলিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরো তিন যাত্রী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় বাকলিয়ার পুরান থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার যাত্রী জাহেদা বেগম ও চালক জামাল উদ্দিন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাঁশখালিগামী যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তিনজন।

আহতদের মধ্যে জাহেদা বেগমের স্বামী নাছির উদ্দিন, বড় বোন গুলজার বেগম ও মালেকা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জাহেদা বেগমের ভাই নুরুদ্দিন এনটিভি অনলাইনকে জানিয়েছেন, জাহেদা বেগম গুরুতর অসুস্থ ছিলেন। তাঁকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ বাসচালককে আটক করেছে।

Advertisement