Beta

শিমুলিয়ায় ডুবোচরে আটকে ফেরি, দুই ঘণ্টার পর সচল

২৯ আগস্ট ২০১৮, ১১:৪২ | আপডেট: ২৯ আগস্ট ২০১৮, ১২:০৭

শিমুলিয়া ঘাটে অবস্থান করা ফেরি। ফাইল ছবি

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথের লৌহজং টার্নিং পয়েন্ট এলাকায় ডুবোচরে আটকা পড়া দুইটি ডাম্প ফেরি চলাচল শুরু করেছে। আজ বুধবার সকাল ৮টার দিকে ফেরি দুটি আটকে যায়। দুই ঘণ্টা পর সেগুলো সচল হয়।

সকালের দিকে ডাম্প ফেরি ‘যমুনা’ ও ‘টাপল’ কাঁঠালবাড়ী ঘাট থেকে পরিবহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ৮টার দিকে লৌহজং টার্নিং পয়েন্ট এলাকায় এলে ডুবোচরে আটকে যায়। পরে দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধারকারী আইটি জাহাজের সহায়তায় ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি দুটি সচল হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, সকালে দুটি ডাম্প ফেরি কাঁঠালবাড়ী থেকে পরিবহন নিয়ে ছেড়ে যায়। মূল পদ্মায় প্রবেশের আগেই ডুবোচরে আটকে পড়ে ফেরি দুটি। উদ্ধারকারী আইটি জাহাজ দিয়ে তাদের উদ্ধার করা হয়।এ সময় ফেরিতে যানবাহন ও অসংখ্য যাত্রী ছিল।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement