Beta

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, ৪ ঘণ্টা পর চলাচল শুরু

২৬ আগস্ট ২০১৮, ১৩:১৬

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। ছবি : এনটিভি

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ-ভৈরব রেলপথের বোকাইনগরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে ওই রুটে যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাহায্য করতে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে যায়। গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপপরিদর্শক (এসআই ) রেজাউল করিম এই খবর নিশ্চিত করেন।

রেজাউল করিম জানান, ময়মনসিংহ থেকে ভৈরবগামী ওই মালবাহী ট্রেনের একটি বগি সকালে গৌরীপুর উপজেলার বোকাইনগর রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement