Beta

চামড়া পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি

২৪ আগস্ট ২০১৮, ১৭:৪৯

চামড়া পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে কড়া নজরদারিতে রয়েছে বিজিবি ও পুলিশ। ছবি : এনটিভি

কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে সাতক্ষীরা সীমান্ত পথে কড়া নজরদারি শুরু হয়েছে।

আজ শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সীমান্তে কড়া পাহারায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা।

বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার মো. মোস্তাফিজ জানান, জাতীয় সম্পদ চামড়া পাচার রোধে বিজিবি সদস্যরা নজরদারি বৃদ্ধি করেছে। সাতক্ষীরায় বিজিবির তিনটি ব্যাটালিয়ন একইভাবে ২২৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে নজর রাখছে।

জানা যায়, জনসংখ্যার হিসাবে এবার সাতক্ষীরায় কোরবানির পশুর চাহিদা ছিল ৫৩ হাজার। কোরবানি শেষে এসব চামড়া জমা হয় বিভিন্ন পয়েন্টে। এবার বাংলাদেশে গরুর  চামড়ার দাম অপেক্ষাকৃত কম। অপরদিকে, ভারতে এর দাম বেশ চড়া।

ফলে অসাধু ব্যবসায়ীরা কম দামে এসব চামড়া কিনে তা ভারতে পাচারের চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ জন্য প্রশাসনও তা রোধে সীমান্তে নজরদারি বাড়িয়ে দিয়েছে।

এদিকে, সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, চামড়া পাচার রোধে নজরদারি বাড়িয়েছে পুলিশ সদস্যরাও।

Advertisement