Beta

শেরপুরে পানিতে ডুবে ২ স্কুলছাত্র নিহত

২৩ আগস্ট ২০১৮, ২২:৩০

ঈদ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে রাবার ড্যাম দেখতে গিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে পানিতে ডুবে নিহত হয়েছে দুই স্কুলছাত্র। ছবি : এনটিভি

ঈদ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে রাবার ড্যাম দেখতে গিয়ে পানিতে ডুবে নিহত হয়েছে দুই স্কুলছাত্র।

আজ বৃহস্পতিবার বিকেলে রাবার ড্যামের পানিতে নেমে স্রোতের টানে ভেসে যায় এই দুই শিশু।

নিহতরা হলো- জেলার নকলা পৌরসভার গড়ের গাঁও এলাকায় আবদুল আলীমের ছেলে ওমর ফারুক (১২) এবং একই এলাকার আক্তার হোসেনের ছেলে শান্ত (১২)। দুজনই ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, কয়েকজন বন্ধু মিলে আজ ভোগাই নদীর পাড়ে রাবার ড্যাম দেখতে যায়। এ সময় রাবার ড্যামে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায় ফারুক ও শান্ত। পরে সন্ধ্যায় কিছুটা উজান থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।

রাবার ড্যাম এলাকায় বসবাসকারী ও ঘটনার প্রত্যক্ষদর্শী খোরশেদ আলম জানান, বেড়াতে আসা তিনজন পানিতে ভেসে গেলে একজন সাঁতরে তীরে আসতে সক্ষম হয়। কিন্তু বাকি দুজন ভেসে যায়।

কিছু উজানে গিয়ে মাছ ধরার জন্য নির্মিত বাঁশের ফাঁদে (যা স্থানীয়ভাবে ‘কুর’ নামে পরিচিত) দুজনের মরদেহ আটকা পড়ে। সেখান থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শী। 

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement