Beta

সংলাপ করে লাভ কী : তোফায়েল

২৩ আগস্ট ২০১৮, ২০:০৯

মো. আফজাল হোসেন, ভোলা
আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি : এনটিভি

সংবিধান অনুয়ায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে বিএনপি না আসলেও নির্বাচন থেমে থাকবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘নির্বাচন হবেই। নির্বাচন ঠেকাবার মতো ক্ষমতা বিএনপির নাই। সুতরাং সংলাপেরও দরকার নাই। কারণ, সংবিধান অনুসারে যে নির্বাচন হবে, সেখানে সংলাপ করে লাভ কী?’

‘সুতরাং নির্বাচন হবেই। নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুসারে নির্বাচন হবে। নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে। অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কোনো দল না আসলে আমাদের কিছু করার নাই’, যোগ করেন আওয়ামী লীগ নেতা।

Advertisement