Beta

ফরিদপুরে দুই হাজার পরিবারের মধ্যে মাংস বিতরণ

২৩ আগস্ট ২০১৮, ১৫:৩৬

ফরিদপুরে দারিদ্র্যপীড়িত দুই হাজার পরিবারের মধ্যে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ভাটিলক্ষ্মীপুরে এ মাংস বিতরণ করা হয়।

ইসলামী রিলিফ বাংলাদেশের সহযোগিতায় এ মাংস বিতরণ করা হয়। এ জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাংস বিতরণ করেন ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম আলী আহসান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী রিলিফ বাংলাদেশের মুরাদ পারভেজ,  বেসরকারি সংস্থা বিএফএফের নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, আরেক সংস্থা এফডিএর নির্বাহী পরিচালক মো. আজাহারুল ইসলাম, মো. শহিদুল্লাহ।

বিএফএফের নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির জানান, প্রতিবছরের মতো ইসলামী রিলিফ বাংলাদেশের সহযোগিতায় ও বিএফএফের বাস্তবায়নে সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিক্রিরচর, চরমাধবদিয়া ও কৈজুরী ইউনিয়নের দুই হাজার দারিদ্র্যপীড়িত পরিবারের মধ্যে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement