Beta

ফরিদপুরে হোটেলে লাশ, ‘বিষপানে’ গৃহবধূর মৃত্যু

২৩ আগস্ট ২০১৮, ১৩:১২

ফরিদপুর শহরের গার্ডেন সিটি এলাকায় আবাসিক হোটেল থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি

ফরিদপুর শহরের গার্ডেন সিটি এলাকায় আবাসিক হোটেলের কক্ষ থেকে নূর খাঁ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ‘বিষপান করা’ এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানা গেছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, আজ বৃহস্পতিবার সকালে ওই হোটেলের ম্যানেজারের ফোন পেয়ে হোটেলের পাঁচতলার একটি কক্ষ থেকে নূর খাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ পরিদর্শক বলেন, নিহত নূর খাঁর বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা থানার হরগতি গ্রামে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ফরিদপুরে কাজের জন্য এসেছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গৃহবধূর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুপা খাতুন (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়, ফরিদপুর সদর উপজেলার ব্যাঙ্গাপচা গ্রামের তৈয়ব আলীর স্ত্রী রুপা খাতুন গত ২০ আগস্ট বিষ পান করেন। এরপর তাঁকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। আজ সকালে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Advertisement