Beta

চুয়াডাঙ্গায় পঞ্চম দিনে বাস ধর্মঘট

০৬ আগস্ট ২০১৮, ০৯:৪৮

চুয়াডাঙ্গা থেকে সারা দেশের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল পঞ্চম দিনের মতো বন্ধ রয়েছে। আজ সোমবার সকালে কোনো বাস ছেড়ে যায়নি।

জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে  ২ আগস্ট সকাল ৬টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীরা  চরম দুর্ভোগে পড়েছেন।

পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানান, চুয়াডাঙ্গার মালিকের রয়েল এক্সপ্রেস বাস ঝিনাইদহের ওপর দিয়ে চলাচলে বাধা ও সেখানে বাসটির কাউন্টার বন্ধের প্রতিবাদে এবং অবিলম্বে ঢাকা ও পটুয়াখালী রুটে চলাচলের সুযোগের দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়।

আন্দোলনকারীরা সমস্যা সমাধানে দুই জেলার জেলা প্রশাসকসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement