Beta

মেহগনি গাছে ঝুলছিল যুবকের লাশ

০৩ আগস্ট ২০১৮, ১৮:০২

ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের খালাশী ডাঙ্গী গ্রামের মেহেগনি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম রুহুল আমীন (২৫)। তিনি খালাশী ডাঙ্গী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম  মো. মোন্নাফ বিশ্বাস। চার ভাই ও এক বোনের মধ্যে রুহুল ছিল সবার ছোট।

নিহতের বাবা মোন্নাফ বিশ্বাস জানান, এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে অসুস্থ এক ভাইকে ওষুধ খাওয়ায় মোন্নাফ। কিছুক্ষণ পরেই রুহুলকে বাড়িতে না দেখে স্থানীয়দের নিয়ে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন।  একপর্যায়ে বাড়ি থেকে কাছেই একটি মেহেগনি গাছের বাগানে গলায় রশি পেঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। পরে পুলিশের সহায়তায় গাছ থেকে লাশ নামানো হয়।

এ ব্যাপারে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সুরতহালের জন্য লাশ ফরিদপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Advertisement