Beta

তিন সিটিতে বিজিবি মোতায়েন

২৮ জুলাই ২০১৮, ১৭:৩৯ | আপডেট: ২৮ জুলাই ২০১৮, ১৮:৩৫

নিজস্ব সংসাদদাতা

সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী, বরিশাল ও সিলেট মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মহসিন রেজা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ৩০ জুলাই ওই তিন সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ১৫ প্লাটুন, বরিশালে ১৫ প্লাটুন এবং সিলেটে ১৪ প্লাটুন বিজিবি বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব নির্বাচনী এলাকায় আজ শনিবার থেকে নির্বাচনের পরের দিন পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।

এ ছাড়া তিন সিটি করপোরেশনের প্রত্যেক নির্বাচনী এলাকায় অতিরিক্ত চার প্লাটুন করে বিজিবি রিজার্ভ রাখা হয়েছে। প্রয়োজনে আরো বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান মহসিন রেজা।

Advertisement