Beta

ঢাকা-নোয়াখালী রুটে বাসভাড়া কমানোর দাবি

২৭ জুলাই ২০১৮, ১৫:৫৭

নিজস্ব সংবাদদাতা
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন নোয়াখালীবাসী। ছবি : এনটিভি

সড়কপথে ঢাকা-নোয়াখালী রুটে অতিরিক্ত ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঢাকায় বসবাসরত নোয়াখালীবাসী।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় আন্দোলনকারীরা বলেন, ঢাকা থেকে নোয়াখালীর দূরত্ব ১৬২ কিলোমিটার। দূরত্ব হিসাবে বিআরটিসিসহ (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) অন্যান্য পরিবহনের বাসভাড়া ২৩০ টাকা হওয়ার কথা থাকলেও যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হয় ৪০০ থেকে ৪৫০ টাকা। তাই অবিলম্বে এই অতিরিক্ত ভাড়া কমানোর দাবি নোয়াখালীবাসীর।

মানববন্ধন কর্মসূচিতে ঢাকাস্থ নোয়াখালীর অন্তত ১০টি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement