Beta

ট্রাকচাপায় ভূমি কার্যালয়ের কর্মচারী নিহত

২৬ জুলাই ২০১৮, ১৯:২৭

আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের শাহীবাগ এলাকায় ট্রাকচাপায় ভূমি কার্যালয়ের এক কর্মচারী নিহত হন। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় ভূমি কার্যালয়ের এক কর্মচারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের শাহীবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ভূমি কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি পৌর এলাকার বিদিরপুর গনকা গ্রামের শামসুদ্দিনের ছেলে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে আব্দুল হান্নান কর্মস্থলে যাচ্ছিলেন। শাহীবাগ এলাকায়  সোনামসজিদগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

সদর হাসপাতালে নেওয়ার পথে হান্নান মারা যান। চালক ট্রাক রেখে পালিয়ে গেছে বলে জানান ওসি।

Advertisement