Beta

নামাজের সময় সাপের দংশন, অফিস সহকারীর মৃত্যু

২৬ জুলাই ২০১৮, ১৭:১৭ | আপডেট: ২৬ জুলাই ২০১৮, ১৭:৪০

আহ‌মেদ সা‌ব্বির সো‌হেল
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহকারী আবদুল কাদের বিশ্বাস। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামে সাপের দংশনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহকারী আবদুল কাদের বিশ্বাস (৫৪)।

গতকাল বুধবার রাতে গ্রামের নিজ বাড়িতে এশার নামাজ পড়ার সময় এই ঘটনা ঘটে। কাদের বিশ্বাস বেতিলা গ্রামের মৃত তমিজ
উদ্দিন বিশ্বাসের ছেলে।

কাদের বিশ্বাসের মেয়ের জামাই সালাউদ্দিন জুয়েল জানান, গতকাল রা‌ত ৯টার দিকে নিজ ঘ‌রে এশার নামাজ পড়ছিলেন কাদের বিশ্বাস। এ সময় বিষধর একটি সাপ তাঁকে দংশন করে। পরে তাঁর চিৎকার শুনে ছুটে যান পরিবারের সদস্যরা। এরপর দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় ওঝা দিয়ে চিকিৎসা করান। অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাঁকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কাদের বিশ্বাস স্ত্রী, দুই মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৯১ সালে তিনি চাকরিতে প্রবেশ করেন।

আজ বাদ জোহর আবদুল কাদের বিশ্বাসের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর লাশ স্থানীয় বেতিলা কবরস্থানে দাফন করা হয়।

Advertisement