Beta

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

২৩ জুলাই ২০১৮, ১৩:৩৩

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক সিরাজুল ইসলাম (৪০) ও তাঁর সহযোগী লোকমান মিয়া।

আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন পিকআপ ভ্যানের যাত্রী ভজন সরকার (১৯) ও সাধু দাস (১৮), কাভার্ডভ্যানের চালক কামাল হোসেন (৪৫)।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, সকালে মাছের পোনাবাহী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক দিয়ে আসা পণ্যবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ওই দুর্ঘটনা ঘটে।

ওসি হোসেন সরকার আরো জানান, গাড়ি দুটি পুলিশের জিম্মায় আছে। এ নিয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Advertisement