Beta

চাঁপাইনবাবগঞ্জে গুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

২১ জুলাই ২০১৮, ১৩:১৯ | আপডেট: ২১ জুলাই ২০১৮, ১৩:২০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোল্লান এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ডেপুটি কমান্ডার আবু খায়ের জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সুন্দরপুর ইউনিয়নের মোল্লান এলাকায় অভিযান চালায়। র‌্যাব মোল্লান এলাকায় গেলে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে নিহতের পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি ও ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Advertisement