Beta

গরু খেলো বীজতলা, প্রাণ গেল মানুষের

১৬ জুলাই ২০১৮, ১৮:০১

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বল্লমের আঘাতে হেলিম (৪০) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

গরু বীজতলার চারাগাছ খেয়ে ফেলাকে কেন্দ্র করে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক ব্যক্তি খুন হয়েছেন। নিহতের নাম হেলিম মিয়া (৪০)।

আজ সোমবার ভোর ৬টার দিকে উপজেলার গাংগাইল ইউনিয়নের কান্দিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন- মুজিবুর রহমান, স্বপন, হাদিস ও খোকন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, আজ ভোরে কান্দিউড়া গ্রামে হেকিম মিয়ার গরু প্রতিবেশী হাদিসের বীজতলার চারা খেয়ে ফেলে। এতে হেকিম ও হাদিসের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এ সময় সেখানে আসেন হেকিমের ভাই হেলিম। একপর্যায়ে বল্লমের আঘাতে হেলিম মিয়া গুরুতর আহত হন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Advertisement