Beta

পাবনায় পুকুরে ডুবে প্রাণ গেল যমজ শিশুর

১২ জুলাই ২০১৮, ২০:০২

পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে পুকুরে ডুবে দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়। ছবি : এনটিভি

পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামে পুকুরে ডুবে দুই যমজ ভাই নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম আহাদ ও সামাদ।  তাদের বয়স আড়াই বছর। তারা বোয়াইলমারী গ্রামের আলাউদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ২টার দিকে স্বজনরা পানিতে লাশ ভাসতে দেখে তাদের উদ্ধার করে।

নন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন এই ঘটনা জানিয়েছেন।

এদিকে শিশু দুটির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement