Beta

শেরপুরে মাদ্রাসার কমিটি নিয়ে সংঘর্ষ

০৭ জুলাই ২০১৮, ২১:৪০

শেরপুর শহরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছবি : এনটিভি

শেরপুর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পুলিশ। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আজ শনিবার ওই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ মাদ্রাসার কমিটি গঠনের কথা ছিল। দুই বছরের মেয়াদ শেষে নতুন কমিটির গঠনের সময় দুইটি পক্ষের মধ্যে কমিটি গঠন নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ অবস্থায় কমিটি গঠনের কার্যক্রম স্থগিত হয়ে যায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ মসজিদ ও মাদ্রাসা চত্বর থেকে দুই পক্ষকেই বের করে দেয়। কিন্তু মসজিদের বাইরে দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ  শুরু হয়। এ সময় একটি মোটরসাইকের ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খালিদ বিন নূর জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement