Beta

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

০৭ জুলাই ২০১৮, ২১:৩৩

মুখোমুখি সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যায় সিএনজিচালিত অটো রিকশাটি। ছবি : এনটিভি

মৌলভীবাজারে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন জন।

আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার নাদামপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জাহাঙ্গীর তালুকদার (৩৮), শাজনা বেগম (২৮), নাহিদ (২৬), সাইফ আহমদ (১২), লায়েছ মিয়া (৩০) এবং শাহাদাত তালুকদার (২৮)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা সোয়া ৬ টার দিকে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের একদল কর্মী আহত ছয়জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আরও তিনজন মারা যায়। আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সেখানে থাকা একই পরিবারের চারজন নিহত হন। অপর দিকে প্রাইভেট কারের চালক নিহত হন।

Advertisement