Beta

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০৬ জুলাই ২০১৮, ২১:৫০

জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার কলেজ গেট থেকে সোমবার দুপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি বের করা হয়। ছবি : এনটিভি

‘সময়ের সাথে আাগামীর পথে’ এ শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির গৌরবময় ১৫ বছরপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া  হয়।

এ উপলক্ষে গত সোমবার দুপুরে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার কলেজ গেট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‍্যালিটি জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পরে কলেজের অধ্যক্ষের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এনটিভির জন্মদিনের কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এনটিভির জয়পুরহাট প্রতিনিধি প্রভাষক শাহজাহান সিরাজ মিঠুর সঞ্চালনায় উৎসব মুখর অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সওদাগর সামছুদ্দিন আহম্মেদ।

Advertisement