Beta

ঝালকাঠিতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ৫

০৫ জুলাই ২০১৮, ১২:১১

কে এম সবুজ, ঝালকাঠি

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা প্রদানের দাবিতে জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ এসে নেতাকর্মীদের ওপর লাঠিপেটা করে। এতে জেলা বিএনপির সদস্য আবদুল বারেক হাওলাদার, যুবদল কর্মী শহীদুল ইসলাম ও মঈন খান আহত হন। পুলিশের লাঠিপেটায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশি হামলার নিন্দা, খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়ে বক্তব্য দেন ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর।

Advertisement