Beta

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০৪ জুলাই ২০১৮, ১৬:২০

মাগুরায় এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করা হয়। ছবি : এনটিভি

বর্ণাঢ্য নানা আয়োজনে মাগুরায় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এনটিভির ১৬তম বর্ষে পদার্পণে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মাগুরা প্রেসক্লাব চত্বর থেকে জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডুর নেতৃত্বে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি মিহির লাল কুরির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এনটিভির মাগুরার স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিকের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন মাগুরার জেলা প্রশাসক মুহাম্মদ আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ক্রীড়া সংগঠক সৈয়দ বারিক আনজাম প্রমুখ। 

বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচার, মানসম্মত অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement