Beta

ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০৪ জুলাই ২০১৮, ১০:০০

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও প্রেসক্লাবে কেক কাটা হয়। ছবি : এনটিভি

ঠাকুরগাঁওয়ে ব্যাপক আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এনটিভির জেলা প্রতিনিধি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া মণ্ডল, সাবেক অধ্যক্ষ সৈয়দ আলী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

বক্তব্য শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আগের স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement