Beta

শরীয়তপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০৩ জুলাই ২০১৮, ২৩:১৭

শরীয়তপুরে আজ মঙ্গলবার র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ছবি : এনটিভি

শরীয়তপুরে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এই উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলার নড়িয়া উপজেলার পন্ডিতসার টি এম গিয়াস উদ্দিন মহাবিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াসমিন। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, পণ্ডিতসার টি এম গিয়াস উদ্দিন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুল হাসান মোল্যা, অধ্যাপক মো. মাসুদুর রহমান প্রমুখ। পরে শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Advertisement