Beta

২০ দলীয় জোটের বৈঠক কাল

০৩ জুলাই ২০১৮, ২১:০৫

নিজস্ব সংবাদদাতা

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জরুরি বৈঠক আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত কর্মসূচিতে জোটের সম্পৃক্তা ও জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

Advertisement