Beta

নোয়াখালীতে বাস-অটোর সংঘর্ষে নিহত ৩

১৭ জুন ২০১৮, ১৪:৫৭ | আপডেট: ১৭ জুন ২০১৮, ২০:৪৭

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
নোয়াখালীতে বাস-অটোর সংঘর্ষে নিহত ৩। ছবি : এনটিভি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

আজ রোববার দুপুরে উপজেলার নোয়াখালী-লাকসাম বাইপাস সড়কের রামপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা অটোরিকশার যাত্রী ও চালক। নিহতরা হলেন সোনাইমুড়ীর কাঁঠালিয়া গ্রামের বাচ্চু মিয়ার দুই ছেলে মিজান ও বেলাল এবং একই গ্রামের রুহুল আমিনের ছেলে অটোরিকশাচালক রাকিব।

আহতদের মধ্যে আবদুল নামে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি কৈলাইয়া গ্রামে। অন্যজনের পরিচয় জানা যায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, দুপুরে মিজান ও বেলাল ঘরের খুঁটি ক্রয় জন্য অটোরিকশায় করে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার বাজারে যাচ্ছিলেন। পথে রামপুর এলাকায় হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই মিজান, বেলাল ও রাকিব নিহত হন। দুর্ঘটনার শিকার বাস ও অটোরিকশাটি থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি।

Advertisement