Beta

ঈদের নামাজ পড়া হলো না তাদের

১৬ জুন ২০১৮, ২১:২১

ফেনীর দাগনভূঞা বাজার সংলগ্ন জিরো পয়েন্টে বাসের চাপায় দুজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ শনিবার সকালে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার সময় ফেনী-মাইজদী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল আজিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৯টার দিকে মাইজদী থেকে ফেনীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জিরো পয়েন্টের ট্রাফিক বক্সের পাশে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন আহত হয়। আহতদের প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন মারা যায়। অবস্থার অবনতি হলে তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানোর পর সদর হাসপাতালে আরো একজন মারা যায়। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Advertisement