Beta

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

১৫ জুন ২০১৮, ০৯:৪২

বগুড়া সদর উপজেলার মালগ্রাম উত্তরপাড়ায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। ছবি : এনটিভি

বগুড়া সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শহরের মালগ্রাম উত্তরপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত রেজাউল করিম ওরফে ডিপজল একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে সদর থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের মামলাও রয়েছে।

আজ শুক্রবার সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী দাবি করেন, গতকাল রাতে শহরের মালগ্রাম উত্তরপাড়া এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।

‘এ সময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী রেজাউল করিম ওরফে ডিপজলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন’, যোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement