Beta

পাবনায় পলাতক জেএমবি সদস্য গ্রেপ্তার

১৩ জুন ২০১৮, ২১:২৪

পাবনায় জেএমবির সদস্য শাহীন আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। ছবি : এনটিভি

পাবনায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পলাতক এক সদস্য গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। আজ বুধবার ভোররাতে পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম শাহীন আলম (২৮)।

আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. সাকিবুল ইসলাম খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহীন আলম একজন জেএমবি সদস্য। এ ছাড়া তিনি সুজানগর থানায় ২০১৬ সালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার অন্যতম আসামি। শাহীন দীর্ঘদিন পলাতক ছিলেন।

Advertisement