Beta

মুন্সীগঞ্জে ৭ দোকানে আগুন

০২ জুন ২০১৮, ২৩:১৭

মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকার শাহ সিমেন্ট ফ্যাক্টরির কাছে সাতটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পরে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শওকত জোয়ার্দ্দার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে দোকানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলেও জানান এই কর্মকর্তা। তিনি জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বেশির ভাগই স্টেশনারি, চাল ও চায়ের দোকান।

Advertisement