Beta

থানা হাজতে মাদকসেবীর আত্মহত্যা!

০২ জুন ২০১৮, ১৩:১১

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ী থানা হাজত থেকে তাজুল ইসলাম তুষার নামে এক মাদকসেবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, তিনি গতকাল শুক্রবার রাতের কোনো একসময় গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

জানা যায়, গতকাল দিনে তুষারের বাবার অনুরোধে সোনাইমুড়ির দেউটি থেকে ইয়াবাসহ তুষারকে আটক করে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, তুষারের পরিবার ও তার বাবা সহযোগিতা চাইলে পুলিশ তাদের বাড়ি যায়। সেখান থেকে তুষারকে আটক করে থানা হাজতে নিয়ে যাওয়া হয়। তার কাছে কিছু মাদক পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তিনি আত্মহত্যা করেছেন।

Advertisement