Beta

ফেনীতে ট্রাকের সঙ্গে পিকআপ ও লেগুনার সংঘর্ষে তিনজন নিহত

২৯ মে ২০১৮, ১৭:০৩ | আপডেট: ২৯ মে ২০১৮, ২০:৫৬

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ। ছবি : এনটিভি

ফেনীতে গ্যাস পরিবহনের ট্রাকের সঙ্গে পিকআপ ও লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সিলোনিয়ায় দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে মহাসড়কের একদিক থেকে পিকআপ ভ্যান ও লেগুনাটি আসছিল। এ সময় অন্যদিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে দুর্ঘটনাটি হয়।

নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন বলে জানা যায়। এঁদের একজনের নাম রাকিব উদ্দিন (৩২)। বাকি দুই নিহতের পরিচয় পাওয়া যায়নি।

লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান আবদুল আউয়াল।

Advertisement